নাদিম হাসান - নন্দিগ্রাম, বগুড়া
৬০৪৯. Question
প্রায় পাঁচ বছর আগে আমার নানার ওপর হজ্ব ফরয হয়েছে। লাগাতার কয়েক বছর সাংসারিক বিভিন্ন ঝামেলার কারণে হজে¦ যেতে পারেননি। কিন্তু এখন তার কাছে হজ্ব করার মতো আর সম্পদ নেই। তবে পাঁচ বিঘা জমি রয়েছে। যার আয় দ্বারা পরিবার নিয়ে ভালোভাবে চলতে পারেন এবং ওই জমির ওপরই তার সংসার নির্ভরশীল। হুজুরের কাছে জানার বিষয় হল, আমার নানার ওপর পূর্বে যে হজ্ব ফরয হয়েছিল তা এখন আদায় করতে হবে কি? জানিয়ে বাধিত করবেন।
Answer
কারো ওপর একবার হজ্ব ফরয হলে যদি তখন হজ্ব আদায় না করে আর পরবর্তীতে দরিদ্র হয়ে যায়, তাহলে তখনও তার যিম্মায় উক্ত ফরয থেকে যায়। উক্ত হজ্ব আদায় না করা পর্যন্ত যিম্মা-মুক্ত হবে না। সুতরাং প্রশ্নোক্ত অবস্থায় আপনার নানার যিম্মার ফরয হজ্ব থেকেই গেছে। অতএব তিনি তার হজ্বের খরচাদি সংগ্রহ করতে যথাসাধ্য চেষ্টা চালাবেন। এমনকি যদি তার জমির কিছু অংশ বিক্রি করলে হজ্বের খরচ হয়ে যায় এবং বাকি জমি দ্বারা কোনো রকম সংসার চালানো যায় তাহলে এভাবে তাকে ফরয হজ্ব আদায় করে নিতে হবে। আর যদি জীবদ্দশায় তা আদায়ের কোনো ব্যবস্থা করতে না পারে তাহলে মৃত্যুর আগে ওসিয়ত করে যাবে যেন মৃত্যুর পর তার রেখে যাওয়া সম্পত্তির একতৃতীয়াংশ দ্বারা বদলী হজ্ব করানো হয়।
-বাদায়েউস সানায়ে ২/৩০২; আলবাহরুর রায়েক ২/৩১৪; মানাসিক, মোল্লা আলী আলকারী, পৃ. ৬৫; ফাতাওয়া হিন্দিয়া ১/২০৬; হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ১/৪৮৩