Jumadal Akhirah 1444 || January 2023

মোস্তফা - চাপাইনবাবগঞ্জ

৬০৪৮. Question

কিছুদিন আগে আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। তখন আমি মানত করেছিলাম, আল্লাহ যদি আমাকে সুস্থ করে দেন তাহলে আমি হজ্ব করব। আমি যখন এই মানত করি তখন আমার ওপর হজ্ব ফরয ছিল।

মুহতারামের নিকট জানতে চাই, এখন কি আমার ফরয হজ্ব আদায়ের দ্বারা মানতের হজ্ব আদায় হবে, নাকি মানত আদায়ের জন্য আলাদাভাবে হজ্ব করতে হবে?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে ফরয হজ্ব আদায়ের দ্বারাই আপনার মানতের হজ্ব আদায় হয়ে যাবে। অবশ্য আপনি যদি মানত দ্বারা ফরয হজ্ব ব্যতীত স্বতন্ত্র হজ্ব আদায়ের নিয়ত করে থাকেন তাহলে আপনাকে মানত আদায়ের জন্য আলাদা একটি হজ্ব করতে হবে। এক্ষেত্রে ফরয হজ্ব আদায়ের দ্বারা মানতের হজ্ব আদায় হবে না।

-ফাতাওয়া মিন আকাবীলিল মাশায়িখ পৃ. ১৪২; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/২৬৭; আলবাহরুর রায়েক ২/৩১০; ফাতহুল কাদীর ৩/৮৯; ফাতাওয়া হিন্দিয়া ১/২৬৩

Read more Question/Answer of this issue