Jumadal Akhirah 1444 || January 2023

আবদুল খালেক - রাজৈর, মাদারীপুর

৬০৪৬. Question

গত বছর আমার ছেলে একটি মিথ্যা মামলায় আটক হয়। তখন তার সাত বছরের জেল মঞ্জুর হয়। পরে আমি উচ্চ আদলতে আপিল করি। সেই আপিলের চূড়ান্ত রায়ের দিন ছিল ২০২১ ঈ. সালের ২২ নভেম্বর। তখন আমি মানত করেছিলাম, যদি ওইদিন আমার ছেলের মুক্তির চূড়ান্ত রায় দেওয়া হয় তাহলে আমি ২৩ নভেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত একটানা এক মাস রোযা রাখব। আল্লাহর রহমতে ২২ নভেম্বর আমার ছেলের মুক্তির রায় দেওয়া হয়। তখন আমি ২৩ নভেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত এক মাস রোযা রাখি। কিন্তু তখন বিশেষ কিছু কারণে মাঝে তিন দিন রোযা রাখতে পারিনি।

হুজুরের কাছে জানতে চাই, এখন কি আমাকে পুনরায় ওই ত্রিশটি রোযা আবার রাখতে হবে, নাকি শুধু ওই ছুটে যাওয়া তিন দিনের রোযা কাযা করলেই চলবে? বিষয়টি জানতে চাই।

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনাকে শুধু উক্ত ছুটে যাওয়া তিন দিনের রোযা কাযা করতে হবে। পুনরায় নতুনভাবে এক মাস রোযা রাখতে হবে না।

-কিতাবুল আছল ২/১৬৯; বাদায়েউস সানায়ে ২/২৬৫; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/২৩৩; ফাতাওয়া হিন্দিয়া ১/ ২১০হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ২/৩৪০

Read more Question/Answer of this issue