Jumadal Akhirah 1444 || January 2023

সিরাজুল ইসলাম - কুষ্টিয়া

৬০৪৪. Question

ওযরের কারণে কিছুদিন চেয়ারে বসে নামায পড়তে হয়। একদিন ফজরের নামাযের সময় চেয়ারে বসে জামাতের অপেক্ষা করছিলাম। একপর্যায়ে তাতে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ি। ইকামতের শব্দে ঘুম ভাঙলে তৎক্ষণাৎ জামাতে শরীক হই। আমার জানার বিষয় হল, এভাবে চেয়ারে বসে ঘুমানোর কারণে আমার ওযু ভেঙে গিয়েছিল কি না?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার ওযু ভাঙেনি। কেননা চেয়ারে বসে হেলান দিয়ে ঘুমানোর সময় যদি কোমরের নিচের অংশ আসনের সাথে লেগে থাকে তাহলে ওযু ভাঙবে না। 

-মাবসূত, সরাখসী ১/৭৯; উয়ূনুল মাসায়েল, পৃ. ১৮; খুলাসাতুল ফাতাওয়া ১/১৯; ফাতহুল কাদীর ১/৪৩১; আলগায়া, আবুল আব্বাস সারুজী ১/১৫২; দুরারুল হুক্কাম ১/১৫; রদ্দুল মুহতার ১/১৪১

Read more Question/Answer of this issue