Jumadal Akhirah 1444 || January 2023

রাহাত - বগুড়া

৬০৪৩. Question

মুহতারাম মুফতী সাহেবের কাছে একটি বিষয় জানতে চাচ্ছি। গতকাল মাগরিবের নামায যার পাশে পড়ি, তিনি নামায শেষে আমাকে বলেন, নামাযে আঙ্গুল ফোটান কেন? নামাযে আঙ্গুল ফোটালে কী সমস্যা- এটা জিজ্ঞাসা করার আগেই তিনি চলে যান। এখন আমি পেরেশানীতে পড়ে যাই। কারণ আমি প্রায়ই নামাযে আঙ্গুল ফুটিয়ে থাকি। তাই দয়া করে জানাবেন, নামাযে আঙ্গুল ফোটালে কোনো সমস্যা আছে কি?

Answer

নামাযে আঙ্গুল ফোটানো মাকরূহে তাহরিমী। তাই নামাযে আঙ্গুল ফোটানো থেকে বিরত থাকা কর্তব্য। আর পেছনের কৃতকর্মের জন্য আল্লাহ তাআলার কাছে তাওবা-ইস্তিগফার করবেন।

উল্লেখ্য, নামাযের বাইরেও বিনা প্রয়োজনে আঙ্গুল ফোটানো অনুত্তম।

-আননুতাফ ফিল ফাতাওয়া, পৃ. ৪৭; বাদায়েউস সানায়ে ১/৫০৪; ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ১১; তাবয়ীনুল হাকায়েক ১/৪০৬; ফাতাওয়া হিন্দিয়া ১/১০৬

Read more Question/Answer of this issue