Jumadal Akhirah 1444 || January 2023

মুহাম্মাদ মাজহারুল ইসলাম - নাসির নগর, বি. বাড়িয়া

৬০৪২. Question

ক. নামাযে কেউ যদি ع -এর জায়গায় ء পড়ে; যেমন সূরা তাকাসূর-এর শেষ আয়াতে  يومئذ عن النعيم- نئيم পড়ে তাহলে তার নামায হবে কি?

. সূরা হাশরের (২৮ পারা) هو الله الذي لا إله إلا هو এর هو -এর মধ্যে ওয়াক্ফ অবস্থায় যদি মাদ বা দীর্ঘ না করে তাহলে নামাযের কোনো ক্ষতি হবে কি?

Answer

ক. যেহেতু ع এবং ء উচ্চারণের মাখরাজ কাছাকাছি এবং উভয় হরফের মাঝে পার্থক্য করে উচ্চারণ করাও অনেকের ক্ষেত্রে কষ্টকর তাই যারা ভালোভাবে পড়তে জানেনা তাদের জন্য কোনো কোনো ফকীহ قريب المخرج কাছাকাছি মাখরাজের হরফগুলোর উচ্চারণের বিষয়ে ছাড় দিয়েছেন। তাই সাধারণ লোকজন এমন ভুল উচ্চারণ করলে কারণে নামায নষ্ট হবে না। ছাড়া প্রশ্নোক্ত আয়াতের ক্ষেত্রে তো অর্থও একেবারে বিকৃত (تغير فاحش) হয় না। তাই এক্ষেত্রে সাধারণ নিয়ম অনুযায়ী নামায সহীহ হয়ে যাবে।

তবে লক্ষণীয় যে, মশকের মাধ্যমে যাদের জন্য এ ধরনের ভুল শুদ্ধ করে নেওয়া সম্ভব তাদের জন্য উচিত হচ্ছে দ্রুত এই ভুলগুলো শুদ্ধ করে নেওয়া। বিশেষ করে এমন অশুদ্ধ তিলাওয়াতকারীকে মসজিদের ইমাম বানানো যাবে না।

খ. উক্ত মাদ ছেড়ে দেওয়ার কারণে নামায নষ্ট হয়নি। এটা নামায ভঙ্গের কারণ নয়। তবে কুরআন তিলাওয়াতে এরকম ভুলও না হওয়া উচিত। -আলমুহীতুল বুরহানী ২/৬১; ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ২১; ফাতাওয়া খানিয়া ১/১৪০; যাদুল ফাকীর, পৃ. ১৪০; রদ্দুল মুহতার ১/৬৩৩

Read more Question/Answer of this issue