Jumadal Akhirah 1444 || January 2023

রবিউল ইসলাম - গোপালগঞ্জ

৬০৪০. Question

একদিন আমার ফজর নামাযের দ্বিতীয় রাকাতে সূর্যোদয় হয়ে যায়। জানতে চাই, আমার ঐ নামায কি সহীহ হয়েছে?

Answer

না, আপনার উক্ত ফজর নামায সহীহ হয়নি। তাই তা কাযা পড়ে নিতে হবে।

-কিাতবুল আছল ১/১৩০; আলহাবিল কুদসী ১/২১৯; আলমুহীতুল বুরহানী ২/১২; ইলাউস সুনান ৫/৭; মাআরিফুস সুনান ২/১৪৬

Read more Question/Answer of this issue