Jumadal Akhirah 1444 || January 2023

রায়হান - কক্সবাজার

৬০৩৯. Question

মাদরাসা থেকে আমাদের বাড়ি সফরসম দূরত্বে অবস্থিত। তাই আমি আসা-যাওয়ার পথে সফরের নামায আদায় করি। কিন্তু কয়েকদিন আগে বাড়ি থেকে আসার সময় যে কোনো কারণে সফর অবস্থায় আসর নামায পড়তে পারিনি। জানার বিষয় হল, এখন মুকীম অবস্থায় ঐ ওয়াক্তের কাযা কীভাবে আদায় করব? দুই রাকাত না চার রাকাত? দ্রুত জানালে উপকৃত হব।

Answer

সফর অবস্থায় আসরের ছুটে যাওয়া নামাযটি দুই রাকাতই পড়তে হবে। চার রাকাত নয়। কারণ সফর অবস্থায় চার রাকাতবিশিষ্ট ফরয নামায কাযা হয়ে গেলে মুকীম অবস্থায় তা আদায় করলেও দুই রাকাতই আদায় করতে হয়। সুফিয়ান ছাওরী রাহ. বলেন-

مَنْ نَسِيَ صَلَاةً فِي الْحَضَرِ فَذَكَرَ فِي السَّفَرِ صَلّى أَرْبَعًا، وَإِنْ نَسِيَ صَلَاةً فِي السَّفَرِ ذَكَرَ فِي الْحَضَرِ صَلّى رَكْعَتَيْنِ.

যে ব্যক্তি মুকীম অবস্থায় নামায আদায় করতে ভুলে গেছে, অতঃপর সফর অবস্থায় তা স্মরণ হয়েছে সে উক্ত নামায চার রাকাতই আদায় করবে। আর যে সফর অবস্থায় নামায আদায় করতে ভুলে গেছে অতঃপর মুকীম অবস্থায় স্মরণ হয়েছে সে দুই রাকাতই আদায় করবে। (মুসান্নাফে আবদুর রাযযাক, বর্ণনা ৪৩৮৮)

-আলহাবিল কুদসী ১/২২১; তাবয়ীনুল হাকায়েক ১/৫১৯; ফাতাওয়া তাতারখানিয়া ২/৫২৩; হালবাতুল মুজাল্লী ২/৫১৬

Read more Question/Answer of this issue