Jumadal Akhirah 1444 || January 2023

নিয়ায তাহমীদ - খুলনা

৬০৩৭. Question

কিছুদিন আগে নামাযে হঠাৎ হাঁচি দিলে মুখে আলহামদু লিল্লাহ চলে আসে। আমার প্রশ্ন হল, এভাবে নামাযের মধ্যে হাঁচির দুআ পড়ার কারণে কি আমার নামায নষ্ট হয়ে গেছে?

Answer

নামাযে হাঁচির দুআ পড়া ঠিক নয়। তবে হাঁচির দুআ আলহামদু লিল্লাহ পড়া হয়ে গেলে নামায নষ্ট হবে না। তাই আপনার নামায হয়ে গেছে।

-ফাতাওয়া খানিয়া ১/১৩৬; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/৭৮; আলমুহীতুল বুরহানী ২/১৪৭; ফাতাওয়া তাতারখানিয়া ২/২১৭; তাবয়ীনুল হাকায়েক ১/৩৯২; যাদুল ফাকীর, পৃ. ১৩৬

Read more Question/Answer of this issue