আবিদ মুখলিস - নেত্রকোণা
৬০৩৬. Question
একদিন আসরের জামাতে ইমাম সাহেব ভুলে প্রথম বৈঠক না করে দাঁড়িয়ে যান। মুসল্লিরা লোকমা দিলেও ইমাম সাহেব তৃতীয় রাকাত থেকে ফিরে আসেননি। বরং নামাযের শেষে সাহু সিজদা আদায় করেন। নামাযের পর কিছু মুসল্লি বললেন, যেহেতু ইমাম সাহেব লোকমা দেওয়ার পরও প্রথম বৈঠক ছেড়ে দিয়েছেন তাই নামায হয়নি। প্রশ্ন হল, তাদের কথা কি ঠিক?
Answer
প্রশ্নোক্ত ক্ষেত্রে ইমাম সাহেব না বসে ঠিকই করেছেন এবং উক্ত নামায সহীহ হয়েছে। আর মুসল্লিদের উক্ত কথা সঠিক নয়। কেননা, ইমাম প্রথম বৈঠক না করে ভুলে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে গেলে মাসআলা হল, বৈঠকের জন্য ফিরে আসবে না এবং প্রথম বৈঠক ছুটে যাওয়ার কারণে নামায শেষে সাহু সিজদা করবে। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে ইমাম সাহেব যেহেতু সাহু সিজদাও আদায় করেছেন তাই উক্ত নামায আদায় হয়ে গেছে। হযরত যিয়াদ ইবনে ইলাকা রাহ. থেকে বর্ণিত, তিনি বলেন-
صَلَّى بِنَا المُغِيرَةُ بْنُ شُعْبَةَ فَلَمَّا صَلَّى رَكْعَتَيْنِ قَامَ وَلَمْ يَجْلِسْ، فَسَبَّحَ بِهِ مَنْ خَلْفَهُ، فَأَشَارَ إِلَيْهِمْ أَنْ قُومُوا، فَلَمَّا فَرَغَ مِنْ صَلَاتِهِ سَلَّمَ وَسَجَدَ سَجْدَتَيِ السَّهْوِ وَسَلَّمَ، وَقَالَ: هَكَذَا صَنَعَ رَسُولُ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ.
মুগীরা ইবনে শু‘বা রা. আমাদের নিয়ে নামায পড়লেন এবং দ্বিতীয় রাকাতে না বসে দাঁড়িয়ে গেলেন। তখন মুসল্লিগণ সুবহানাল্লাহ বলে লোকমা দিল। কিন্তু তিনি (না বসে) ইশারায় তাদেরকে দাঁড়িয়ে যেতে বললেন। এরপর নামায শেষে সালাম ফিরিয়ে সাহু সিজদা আদায় করলেন এবং (শেষে) সালাম ফেরালেন। (অর্থাৎ : সালাম ফিরিয়ে নামায শেষ করলেন) আর বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই করেছেন। (জামে তিরমিযী, হাদীস ৩৬৫)
-কিতাবুল আছল ১/১৬১; খুলাসাতুল ফাতাওয়া ১/১৭৮; আলবাহরুর রায়েক ২/১০০; শরহুল মুনইয়া, পৃ. ৪৫৮; ফাতাওয়া হিন্দিয়া ১/১২৭