Jumadal Akhirah 1444 || January 2023

লাবিব মাসরূর - নেত্রকোণা

৬০৩৩. Question

আমার হাতের একটি আঙ্গুল কেটে যায়। ডাক্তারের কাছে গেলে ডাক্তার আঙ্গুলে ব্যান্ডেজ বেঁধে দেন। ব্যান্ডেজ খুলতে ও ভেজাতে নিষেধ করেন। ব্যান্ডেজ বাঁধার সময় আমার ওযু ছিল না। আমরা জানি, মোজার ওপর মাসাহ করার জন্য মোজা পবিত্র অবস্থায় পরতে হয়। অন্যথায় মোজার ওপর মাসাহ করা যায় না। তাই আমার সন্দেহ হচ্ছে, আমি উক্ত ব্যান্ডেজের ওপর মাসাহ করতে পারব কি না?

Answer

আপনি উক্ত ব্যান্ডেজের ওপর মাসাহ করতে পারবেন। কেননা, ব্যান্ডেজের ওপর মাসাহ করার বিধান মোজার মাসাহ-এর মতো নয়। ব্যান্ডেজের ওপর মাসাহ করার জন্য পবিত্র অবস্থায় ব্যান্ডেজ বাঁধা জরুরি নয়। সুতরাং আপনি প্রশ্নোক্ত ক্ষেত্রে ব্যান্ডেজের ওপর মাসাহ করবেন এবং উক্ত হাতের বাকি অংশ ধোয়া সম্ভব হলে ধৌত করবেন।

-মাবসূত, সারাখসী ২/১৩৫; খুলাসাতুল ফাতাওয়া ১/২৭; মুখতারাতুন নাওয়াযেল ১/২৩৪; আলইখতিয়ার ১/৯৭; আদ্দুররুল মুখতার ১/২৮০

Read more Question/Answer of this issue