Jumadal Akhirah 1444 || January 2023

সামীউল ইসলাম - কুষ্টিয়া

৬০৩২. Question

একবার ফরয গোসল করে নামায আদায় করি। নামাযের পর দাঁতের ফাঁক থেকে গোশতের টুকরাজাতীয় খাবার বের হয়। আমার জানার বিষয় হল, গোশতের সেই টুকরা দাঁতের ফাঁকে বিদ্যমান থাকা অবস্থায় কি আমার গোসল পূর্ণ হয়েছে? জানিয়ে বাধিত করবেন।

Answer

ভালোভাবে কুলি করলে পানি মুখের সব অংশেই পৌঁছে যায়। সাধারণত দাঁতের ফাঁকে আটকে থাকা খাবার ভেতরে পানি পৌঁছতে বাঁধা হয় না। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার গোসল পূর্ণ হয়েছে বলে ধর্তব্য হবে এবং উক্ত নামাযও সহীহ হয়েছে বলে গণ্য হবে।

-আলফাতাওয়া মিন আকাবীলিল মাশায়িখ ১/১৮; খিযানাতুল আকমাল ১/২১৪; আততাজনীস ওয়াল মাযীদ ১/১৬০; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/৫২; আলমুহীতুর রাযাবী ১/১০৬

Read more Question/Answer of this issue