Jamudal Ula 1444 || December 2022

ওয়ালিউল্লাহ - মোমেনশাহী

৬০২৯. Question

আমার বাম হাতের বৃদ্ধাঙ্গুলের পাশে একটি অতিরিক্ত আঙ্গুল আছে। যার কারণে আমার অনেক সময় লজ্জা হয়। আমি চাচ্ছি, অপারেশনের মাধ্যমে আঙ্গুলটি কেটে ফেলতে। মুহতারামের কাছে জানার বিষয় হল, আমার জন্য কি এ কাজ করা বৈধ হবে? জানালে উপকৃত হব।

Answer

অতিরিক্ত আঙ্গুল কেটে ফেললে যদি ক্ষতির আশঙ্কা না থাকে তাহলে তা অপারেশন করে কেটে ফেলে দেওয়া বৈধ। তাই এ ব্যাপারে কোনো অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করা যেতে পারে।

-ফাতাওয়া তাতারখানিয়া ১৮/২৮৮; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩৬০; বাযলুল মাজহুদ ১৭/৫৪

Read more Question/Answer of this issue