Jamudal Ula 1444 || December 2022

মুহাম্মাদ আবদুল্লাহ - সিলেট

৬০২৮. Question

আমরা অনেক সময় খাল-বিলে কোনো পাখি দেখলে গুলতি, মাটির চাকা, ইট বা পাথরের টুকরা মেরে পাখিটি শিকার করার চেষ্টা করি। জীবিত ধরতে পারলে বিসমিল্লাহ বলে দ্রুত জবাই করে ফেলি। কিন্তু কখনো কখনো পাখিটি ধরতে দেরি হলে জবাই করার আগেই তা মরে যায়। জানার বিষয় হল, এক্ষেত্রে জবাই করার আগেই আঘাতপ্রাপ্ত পাখিটি যদি মরে তাহলে কি তা খাওয়া জায়েয হবে?

Answer

শিকারকৃত পাখি যদি জীবিত ধরা যায় এবং জীবিত অবস্থায় বিসমিল্লাহ বলে জবাই করা সম্ভব হয় তাহলে তা খাওয়া হালাল। যদি জীবিত ধরার পর জবাই করার সময় না পাওয়া যায় কিংবা ধরার আগেই তা মরে যায় এবং কোনো ধারালো বস্তু দ্বারা তাকে জখম না করা হয় বরং মারবেল, মাটির চাকা, ইট বা পাথরের টুকরা এজাতীয় ধারহীন কোনো বস্তু দ্বারা শিকার করা হয় তাহলে উক্ত পশু মৃতের হুকুমে। তা খাওয়া জায়েয হবে না। কিন্তু শিকার করার যন্ত্র বা বস্তুটি যদি ধারালো হয় যেমন, ছুরি, বর্শা বা বন্দুকের ধারালো গুলি তাহলে এজাতীয় ধারালো জিনিস দ্বারা শিকারকৃত প্রাণীর রক্ত প্রবাহিত হয়ে মারা গেলে এবং তা বিসমিল্লাহ বলে নিক্ষেপ করা হলে খাওয়া জায়েয হবে।

-মুআত্তা মুহাম্মাদ, বর্ণনা ৬৫৪; আলমাবসূত, সারাখসী ১১/২৫৩; তাবয়ীনুল হাকায়েক ৭/১২৯; আলইনায়া ৯/৫২; রদ্দুল মুহতার ৬/৪৭১; ইমদাদুল মুফতীন, পৃ. ৭৮০

Read more Question/Answer of this issue