Jamudal Ula 1444 || December 2022

আদিল - চুয়াডাঙ্গা

৬০২৭. Question

গ্রামের বাড়িতে আমাদের একটা জমি আছে। আগে নিয়মিত আমরা সেখানে ধান চাষ করতাম। কয়েক মাস যাবৎ জমিটা খালি পড়ে আছে। তাই সেখানে অনেক ঘাস জন্মেছে। আব্বা এখন নতুন করে ঐ জমিটা চাষ করতে চাচ্ছেন। তাই গ্রামের কয়েকজন রাখালের সঙ্গে এভাবে চুক্তি করেছেন যে, তারা ঐ ঘাসগুলো নিজেরাই কেটে নেবে এবং ২৫ কেজি মাপের বস্তা হিসেবে প্রতি বস্তা বাবদ ৮০/- টাকা করে দেবে। এখন আমার জানার বিষয় হল, এই চুক্তিটি কি সহীহ আছে?

Answer

আপনার বাবা যদি উক্ত ঘাসের কোনো পরিচর্যা না করে থাকেন যেমন সার দেওয়া ইত্যাদি তাহলে নিজ থেকে হওয়া ঘাস বিক্রি করা সহীহ হয়নি। কারণ, চাষাবাদ ছাড়া এমনিতেই যে ঘাস হয় নিজের জমিতে হলেও তা বিক্রি করা জায়েয নয়। অবশ্য, আপনার বাবা যদি ঐ ঘাসগুলো নিজ দায়িত্বে কাটিয়ে এরপর ঐ কৃষকদের কাছে বিক্রি করেন তাহলে তা জায়েয হবে।

-মুখতারাতুন নাওয়াযিল ৩/২৮৪-২৮৫; আলমুহীতুল বুরহানী ৯/৩২১; ফাতাওয়া তাতারখানিয়া ৮/৩২৮; আলবাহরুর রায়েক ৬/৭৭; আদ্দুররুল মুখতার ৫/৬৬

Read more Question/Answer of this issue