Jamudal Ula 1444 || December 2022

মুহাম্মাদ আবদুল্লাহ - কুড়িগ্রাম

৬০২৫. Question

গ্রাম-গঞ্জে বিভিন্ন ফেরিওয়ালাকে দেখা যায় বাড়িতে বাড়িতে ঘুরে তারা নারীদের জমানো চুল ক্রয় করে। নারীরাও নিজেদের জমানো চুল বিক্রি করে দেন। জানতে চাই, এ কাজটি কি জায়েয আছে?

Answer

চুলসহ মানবদেহের কোনো কিছু বা অঙ্গ-প্রত্যঙ্গ বেচাকেনা করা সম্পূর্ণ নাজায়েয। শরীয়ত এগুলোর বেচাকেনা নিষিদ্ধ করেছে। তাছাড়া নারীদের কর্তিত চুলও সতরের অন্তর্ভুক্ত। তা বিনা প্রয়োজনে বেগানা পুরুষকে দেখানো জায়েয নয়। তাই চুল বেচাকেনা করা থেকে বিরত থাকা আবশ্যক। কর্তিত চুল সম্ভব হলে দাফন করে দেবে।

-আলজামেউস সাগীর, পৃ. ৩২৮; বাদায়েউস সানায়ে ৪/৩৩৩; ফাতহুল কাদীর ৬/৬৩; তাবয়ীনুল হাকায়েক ৪/৩৭৬; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩২৯; রদ্দুল মুহতার ৬/৪০৫

Read more Question/Answer of this issue