Jamudal Ula 1444 || December 2022

মুহাম্মাদ এনামুল হাসান - ফরিদপুর

৬০২৪. Question

আমার চার বিঘা ফসলি জমি আছে। জমিগুলো এক ব্যক্তির নিকট বর্গা দিয়েছি। বর্গাচাষীর সঙ্গে আমার চুক্তি হয় এভাবে- আমি শুধু জমি দেব। শ্রম ও চাষাবাদের কোনো খরচ আমি দেব না। শ্রম ও চাষাবাদের যাবতীয় খরচ বহন করবে চাষী। তবে ফসল বণ্টিত হবে সমান-সমানভাবে। জানার বিষয় হল, চাষাবাদের কোনো খরচ না দেওয়ার শর্তে উপরোক্ত পদ্ধতিতে জমি বর্গা দেওয়ার চুক্তিটি কি সহীহ হয়েছে?

Answer

হাঁ, প্রশ্নে বর্ণিত বর্গা চুক্তিটি সহীহ হয়েছে। বর্গা সহীহ হওয়ার জন্য জমিদাতার চাষাবাদের খরচ দেওয়া আবশ্যক নয়। বরং জমিদাতার শুধু জমি আর চাষাবাদের যাবতীয় খরচ বর্গাচাষীর, এ পদ্ধতিতেও বর্গাচুক্তি জায়েয আছে। আর ফসল বণ্টনের যে চুক্তি করা হয়েছে (৫০%-৫০%) তাও ঠিক আছে। কেউ চাইলে ভিন্ন হারেও চুক্তি করতে পারে। যেমন কোথাও এভাবে চুক্তি হয়, জমিওয়ালা পাবে ১/৩(এক তৃতীয়াংশ) আর অবশিষ্ট ২/৩ (দুই তৃতীয়াংশ) পাবে চাষী। এটিও সহীহ তরীকা।

-সহীহ মুসলিম, হাদীস ১৫৫১; আলমাবসূত, সারাখসী ২৩/১৯, ৩৬; আলমুহীতুল বুরহানী ১৮/৩৫২; বাদায়েউস সানায়ে ৫/২৬০, ২৬২; ফাতাওয়া খানিয়া ৩/১৮০; রদ্দুল মুহতার ৬/২৮১

Read more Question/Answer of this issue