Jamudal Ula 1444 || December 2022

আমির হামজা - কচুয়া, চাঁদপুর

৬০২২. Question

আমার জানার বিষয় হল, অনেক জায়গায় দেখা যায়, মানুষের মৃত্যুর পর তার মৃত্যুর খবর মসজিদের মাইক দিয়ে প্রচার করা হয়। এখন মসজিদের মাইক দিয়ে তা প্রচার করা জায়েয কি না?

এব্যাপারে শরীয়তের হুকুম কী? দয়া করে জানিয়ে উপকৃত করবেন।

 

Answer

আমাদের দেশে বর্তমানে যেহেতু ব্যাপকভাবে মসজিদের মাইকে মৃত্যুসংবাদ প্রচার করা হয় এবং মাইক ও অর্থদাতাগণও তা জেনেই মসিজেদ দান করে থাকেন, তাই এই ওরফ তথা (সামাজিক প্রচলনের কারণে) মসজিদের মাইক দিয়ে মৃত্যুসংবাদ প্রচার করা জায়েয হবে। আর জানাযার এলান করা তো এমনিতেই শরীয়ত স্বীকৃত বিষয়। তাই শুধু মৃত্যুর খবর না দিয়ে সাথে জানাযার সময় বলে দিলে সেটা আর দূষণীয় হবে না।

-আলইসতিযকার, ইবনে আব্দুল বার ২/৫৫১; আলমাজমূ শরহুল মুহায্যাব ৫/১৭৪; তুহফাতুল ফুকাহা ১/২৩৯; ফাতাওয়া বাযযাযিয়া ৬/২৬৯; আলবাহরুর রায়েক ৫/২৫০; রদ্দুল মুহতার ৪/৪৪৫

Read more Question/Answer of this issue