হাফসা জান্নাত - মুরাদনগর, কুমিল্লা
৬০২১. Question
প্রায় পাঁচ-ছয় মাস আগে আমার বিবাহ হয়। একবার আমি এবং আমার স্বামী আমার বাপের বাড়িতে বেড়াতে আসি। তখন আমার স্বামীর সাথে একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আমার স্বামী আমাকে ‘তুই তালাক, তোর মা তালাক’ বলে বাড়ি থেকে চলে যান। পরে আমি তার সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। কয়েক সপ্তাহ পর আমরা শুনতে পারি যে, অন্য আরেকটি মেয়ের সাথে তার খারাপ সম্পর্ক ছিল, ঐ মেয়ে এবং সে বাড়ি থেকে পালিয়ে গিয়ে একে-অপরকে বিবাহ করে ফেলেছে। এই খবর শুনে আমার বাবা তার সাথে যোগাযোগ করে। তখন সে বলে, আমি আপনার মেয়েকে তালাক দিয়ে দিয়েছি এবং অন্য আরেকটি বিবাহ করেছি। আমার সাথে আর যোগাযোগ করবেন না।
এভাবে কিছুদিন অতিবাহিত হয়। আমার তালাকের ঐ ইদ্দত শেষ হওয়ার কয়েক দিন আগে হঠাৎ জানতে পারি, আমার ঐ স্বামী ব্রেইনস্ট্রোক করে মারা গেছে।
এখন জানার বিষয় হল, আমার ঐ স্বামীর মৃত্যুর কারণে কী আমাকে নতুন করে চার মাস দশ দিন ইদ্দত পালন করতে হবে, নাকি তালাকের ঐ বাকি ইদ্দত পুরো করলেই চলবে? জানিয়ে উপকৃত করবেন।
Answer
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার স্বামী যেহেতু আপনাকে তালাকে রাজয়ী দিয়েছে, তাই এই ইদ্দতের ভেতর স্বামীর ইন্তেকালের কারণে আপনাকে নতুন করে স্বামী মৃত্যুর ইদ্দত, অর্থাৎ পূর্ণ চার মাস দশ দিন ইদ্দত পালন করতে হবে।
عَنِ الزُّهْرِيِّ، وَقَتَادَةَ، قَالَا: إِذَا طَلَّقَ الرَّجُلُ الْمَرْأَةَ وَاحِدَةً، أَوِ اثْنَتَيْنِ، ثُمَّ تُوَفِّي عَنْهَا قَبْلَ انْقَضَاءِ عِدَّتِهَا، اعْتَدَّتْ عِدَّةَ الْمُتَوَفَّى عَنْهَا مِنْ يَوْمِ يَمُوتُ وَوَرِثَتْهُ.
যুহরী রাহ. ও কাতাদাহ রাহ. থেকে বর্ণিত, তাঁরা বলেন, যদি স্বামী তার স্ত্রীকে এক অথবা দুই তালাক দেওয়ার পর ঐ মহিলার ইদ্দত শেষ হওয়ার পূর্বেই মারা যায় তাহলে ঐ মহিলা তার স্বামীর মৃত্যুর দিন থেকে নিয়ে স্বামীর মৃত্যুর ইদ্দত পুরো করবে এবং সে মীরাছ পাবে। (মুসান্নাফে ইবনে আবদুর রাযযাক, বর্ণনা ১১৭০৯)
-কিতাবুল আছল ৪/৪১২; বাদায়েউস সানায়ে ৩/৩১৭; খুলাসাতুল ফাতাওয়া ২/১১৭; ফাতহুল কাদীর ৪/১৪৩; ফাতাওয়া তাতারখানিয়া ৫/২৪২; রদ্দুল মুহতার ৩/৫১৩