Jamudal Ula 1444 || December 2022

সালাহউদ্দিন - বরিশাল

৬০১৯. Question

আলহামদু লিল্লাহ, গত বছর প্রথম হজ্বে যাওয়ার সুযোগ হয়। খুব সতর্কতার সাথেই হজ্বের কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করেছি। কিন্তু একটি বিষয়ে একটু বেখেয়ালী হয়ে গেছে। মাসআলা জানা না থাকার কারণে খুব পেরেশানী হচ্ছে। বিষয়টি হল, ইহরাম অবস্থায় কয়েকবার বিরিয়ানী খেয়েছিলাম; যা সুগন্ধিযুক্ত ছিল।

প্রশ্ন হল, এই কারণে কি আমার হজ্বের কোনো সমস্যা হয়েছে? এবং আমার উপর কি কোনো জরিমানা ওয়াজিব হয়েছে? আশা করি জানিয়ে বাধিত করবেন।

Answer

ইহরাম অবস্থায় বিরিয়ানী বা সুগন্ধিযুক্ত রান্না খাবার খেতে কোনো অসুবিধা নেই। তদ্রূপ সুগন্ধি ফল খাওয়াও জায়েয। সুতরাং বিরিয়ানী খাওয়ার কারণে আপনার উপর কোনো জরিমানা আসেনি। উল্লেখ থাকে যে, যেসব খাবারে রান্নার পর পৃথকভাবে জাফরান বা অন্য কোনো সুগন্ধি দেওয়া হয়, সেসব খাবার ইহরাম অবস্থায় খাওয়া যাবে না।

-আলমাবসূত, সারাখসী ৪/১২৩; বাদায়েউস সানায়ে ২/৪১৭; আলমুহীতুল বুরহানী ৩/৪৩৯; ফাতহুল কাদীর ২/৪৪১; আলবাহরুল আমীক ২/৮৪৬; ফাতাওয়া হিন্দিয়া ১/২৪১

Read more Question/Answer of this issue