Jamudal Ula 1444 || December 2022

আবদুল্লাহ সালমান - শিবচর, মাদারীপুর

৬০১৭. Question

রাশেদ একটি মাদরাসায় সীমিত বেতনে চাকরি করেন এবং ছোট একটি দোকানে কর্মচারি হিসেবে কাজ করে কিছু বেতন পান। রাশেদের সংসারে তাঁর মা, স্ত্রী ও ছোট ভাই ছাড়া কেউ নেই এবং তাঁদের থাকার কোনো বাড়িও নেই। তাঁরা অস্থায়ীভাবে তাদের খালার বাসায় থাকেন। কয়েক বছর ধরে রাশেদ ও তাঁর ভাই বাড়ি করার জন্য তিন লক্ষাধিক টাকা জমা করেছেন এবং এখানে তাঁদের টাকার অংশ প্রায় সমান সমান। তাই মুফতী সাহেবের নিকট জানার বিষয় হল, তাদের জমাকৃত টাকার উপর যাকাত আসবে কি না? জানিয়ে বাধিত করবেন।

Answer

হাঁ, প্রশ্নোক্ত ক্ষেত্রে তাদের জমাকৃত টাকার উপর যাকাত ফরয। কেননা নেসাব পরিমাণ টাকার উপর বছর অতিবাহিত হলেই যাকাত দিতে হয়। চাই তা ভবিষ্যতের যে উদ্দেশ্যেই রাখা হোক না কেন। কেননা বিগত বছরে তার এই টাকা সকল প্রয়োজনের অতিরিক্ত ছিল।

-বাদায়েউস সানায়ে ২/৯২; আলবাহরুর রায়েক ২/২০৬; গুনইয়াতু যাবিল আহকাম (আশশুরুমবুলালিয়া) ১/১৭২; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী, পৃ. ৩৮৯; রদ্দুল মুহতার ২/২৬২; ইমদাদুল ফাতাওয়া ২/২৯

Read more Question/Answer of this issue