Jamudal Ula 1444 || December 2022

জাবেদ আলী - বুড়ীমারি, কুড়িগ্রাম

৬০১৬. Question

আমি প্রতি বছর ডিসেম্বর মাসে যাকাত আদায় করে থাকি। ব্যাংকে আমার ছয় লক্ষ টাকা আছে এবং নভেম্বর মাসে আমাদের বাড়ির চারটি গরু বিক্রি করে সাড়ে তিন লক্ষ টাকা হাতে আসে। এখন মুফতী সাহেবের নিকট জানার বিষয় হল যে, নভেম্বর মাসে আমার হাতে আসা এই টাকা আমার যাকাতযোগ্য অন্যান্য সম্পদের সাথে মিলে চলতি বছরেই পুরো টাকার উপর যাকাত আসবে কি না? জানিয়ে বাধিত করবেন।

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে নভেম্বর মাসে আপনার হাতে আসা সাড়ে তিন লক্ষ টাকা থেকে যা থাকবে তা পূর্বের ছয় লক্ষ টাকার সাথে মিলে পুরো টাকার যাকাত দিতে হবে। কেননা যাকাতের নেসাব পূর্ণ হওয়ার পর যাকাতবর্ষের মাঝে যাকাতযোগ্য সম্পদ যা হস্তগত হয়, বছর শেষে পুরো টাকার উপরই যাকাত ফরয হয়। এক্ষেত্রে বছরের মাঝে বা শেষে অর্জিত সম্পদের উপর পৃথকভাবে বছর অতিবাহিত হওয়া আবশ্যক নয়।

-আলমাবসূত, সারাখসী ২/১৬৪; আলইখতিয়ার ১/৩৩৬; ফাতাওয়া ওয়ালওয়লিজিয়া ১/১৯১; বাদায়েউস সানায়ে ২/৯৬; তাবয়ীনুল হাকায়েক ২/৬২; ফাতাওয়া হিন্দিয়া ১/১৭৫

Read more Question/Answer of this issue