আবদুল্লাহ আলকাফি - সাভার, ঢাকা
৬০১৪. Question
আমার বাবা সরিষা চাষ করেন। গত বছর আমাদের ক্ষেতে উৎপাদিত চল্লিশ মন সরিষার সাথে আরো পঁচিশ মন সরিষা কিনে একটি গুদামে স্টক করে রাখেন। উদ্দেশ্যে হল, পরবর্তীতে দাম বৃদ্ধি পেলে তা বিক্রি করবেন। এখন সেই সরিষার উপর এক বছর অতিবাহিত হয়ে গেছে। তাই হুজুরের নিকট জানার বিষয় হল, ব্যবসার জন্য মজুদকৃত উক্ত সরিষার উপর যাকাত ফরয হবে কি না? জানিয়ে বাধিত করবেন।
Answer
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনাদের ক্ষেতে উৎপাদিত চল্লিশ মন সরিষা ব্যবসায়িক পণ্য হিসেবে গণ্য হবে না। তাই বছর অতিবাহিত হলেও তার উপর যাকাত ফরয হবে না। তবে ব্যবসার উদ্দেশ্যে যে পঁচিশ মন সরিষা ক্রয় করেছিলেন তা ব্যবসায়িক পণ্য হিসেবে গণ্য হবে এবং তার মূল্য নেসাব পরিমাণ হলে অথবা যাকাতযোগ্য অন্য সম্পদের সাথে মিলে নেসাব পরিমাণ হলে বছর শেষে উক্ত সরিষার মূল্যের উপর যাকাত দিতে হবে।
-শরহু মুখতাসারিত তাহাবী ২/৩৩৬; আলমাবসূত, সারাখসী ২/১৯০; ফাতাওয়া খানিয়া ১/২৫১; আলবাহরুর রায়েক ২/২০৯; রদ্দুল মুহতার ২/২৬৮