Jamudal Ula 1444 || December 2022

হাম্মাদ - ফরিদপুর

৬০১২. Question

আমার এক আত্মীয় আমার থেকে দুই বছরের জন্য পাঁচ লক্ষ টাকা ঋণ নিয়েছে। মুহতারামের কাছে জানতে চাই, ঋণের উক্ত টাকার যাকাত কে দেবে? আমি, নাকি ঋণগ্রহীতা? আমার ওপর তো এই টাকার যাকাত আসার কথা নয়। কারণ এ দুই বছরে তো ঋণগ্রহীতা একচ্ছত্রভাবে এ টাকা ব্যবহার করবে। তাই এর যাকাত তো তার ওপরই আসার কথা। বিষয়টি স্পষ্ট করার আশা করছি।

Answer

বিগত দুই বছর ঋণের এ টাকা আপনার কাছে না থাকলেও এর মালিক আপনিই। যার কারণে যে কোনো সময় তা তলব করার অধিকার আপনার ছিল। সম্পদের যাকাত মালিকের ওপরই আবশ্যক হয়। তাই ওই টাকার যাকাত আপনাকেই দিতে হবে। অবশ্য তা হস্তগত হওয়ার পরেও পেছনের বছরসহ একত্রে দুই বছরের যাকাত আদায় করে দিতে পারবেন।

-আততাজরীদ, কুদুরী ৩/১৩৩৫; বাদায়েউস সানায়ে ২/৮৮; আলমুহীতুল বুরহানী ৩/২২৮; ফাতহুল কাদীর ২/১২৩; তাবয়ীনুল হাকায়েক ২/২৪; আলবাহরুর রায়েক ২/২০৭

Read more Question/Answer of this issue