Jamudal Ula 1444 || December 2022

ইমন আলী - আমিনবাজার, ঢাকা

৬০০৯. Question

আমি বাসায় আমার ভাগিনাদেরকে কুরআন শরীফ পড়াই। পড়ানোর সময় প্রায়ই তারা সিজদার আয়াত তিলাওয়াত করে। জানার বিষয় হল, তারা তো নাবালেগ। তাদের থেকে সিজদার আয়াত শুনলে কি সিজদায়ে তিলাওয়াত ওয়াজিব হবে?

Answer

নাবালেগ থেকে সিজদার আয়াত শুনলেও সিজদা ওয়াজিব হয়। তাই আপনার উক্ত নাবালেগ ভাগিনাদের থেকে সিজদার আয়াত শুনলেও আপনার উপর সিজদায়ে তিলাওয়াত ওয়াজিব হবে।

-আলমাবসূত, সারাখসী ২/৪; বাদায়েউস সানায়ে ১/৪৪০; আলমুহীতুল বুরহানী ২/৩৬৫; শরহুল মুনইয়া, পৃ. ৫০০; আলবাহরুর রায়েক ২/১১৯

Read more Question/Answer of this issue