Jamudal Ula 1444 || December 2022

আদনান - গাজীপুর

৬০০৮. Question

অসুস্থতার কারণে আমি নামাযে রুকু-সিজদা করতে পারি না। তবে দাঁড়াতে পারি এবং বসতেও পারি। মুহতারামের কাছে জানতে চাই, উক্ত অবস্থায় আমার জন্য কি দাঁড়িয়ে নামায পড়া আবশ্যক, নাকি বসে পড়ারও সুযোগ রয়েছে?

Answer

নামাযের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোকনগুলোর মধ্যে একটি হচ্ছে কিয়াম। তাই যতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে নামায পড়ার সক্ষমতা থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়াম ছাড়া যাবে না। কেননা বসে নামায পড়ার জন্য শর্ত হল, দাঁড়ানোর সক্ষমতা না থাকা। হাদীস শরীফে এসেছে, ইমরান ইবনে হুসাইন রা. বলেন-

كَانَتْ بِي بَوَاسِيرُ، فَسَأَلْتُ النّبِيّ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ عَنِ الصَّلاَةِ، فَقَالَ: صَلِّ قَائِمًا، فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَقَاعِدًا، فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَعَلَى جَنْبٍ.

অর্থাৎ আমার অর্শরোগ ছিল, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম- আমি কীভাবে নামায আদায় করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি দাঁড়িয়ে নামায আদায় করবে। দাঁড়িয়ে আদায় করতে সক্ষম না হলে বসে বসে পড়বে। বসেও সক্ষম না হলে শুয়ে আদায় করবে। (সহীহ বুখারী, হাদীস ১১১৭)

এই হাদীসে স্পষ্টভাবে বলা হয়েছে, কিয়াম তথা দাঁড়াতে অক্ষম হলে বসে নামায পড়বে। অতএব নামাযে কিয়ামের সামর্থ্য থাকলে দাঁড়িয়েই সূরা-কিরাত পড়বে। এরপর রুকু- সিজদার সময় বসে যাবে এবং ইশারায় রুকু-সিজদা আদায় করবে।

-মুখতাসারু ইখতিলাফিল উলামা ১/৩২৪; আততামহীদ, ইবনে আবদুল বার ৪/২৯১; ফাতহুল কাদীর ১/৪৬০; আননাহরুল ফায়েক ১/৩৩৬; ইলাউস সুনান ৭/২১০

Read more Question/Answer of this issue