Jamudal Ula 1444 || December 2022

রুহুল্লাহ - চট্টগ্রাম

৬০০৫. Question

কিছুদিন আগে বাস থেকে তাড়াহুড়া করে নামতে গিয়ে পড়ে যাই এবং পড়ে গিয়ে আমার ডান পা মচকে যায়। এখন আমি দাঁড়িয়ে নামায পড়লে বা মাটিতে সিজদা করলে পায়ে প্রচ- ব্যথা লাগে। মুহতারামের নিকট জানার বিষয় হল, আমার কি বসে নামায পড়ার সুযোগ আছে?

Answer

প্রশ্নের বর্ণনা অনুযায়ী দাঁড়িয়ে নামায পড়লে বা স্বাভাবিক নিয়মে মাটিতে সিজদা করলে যেহেতু আপনার পায়ে প্রচ- ব্যথা অনুভব হচ্ছে, তাই এ অবস্থায় আপনি যেভাবে বসা সহজ হয় সেভাবে বসে, ইশারায়, রুকু সিজদা করে নামায পড়তে পারবেন। তবে জমিনে বসতে পারলে চেয়ারে বসা জায়েয হবে না। আর ইশারায় সিজদা করলে সিজদার সময় রুকুর চেয়ে একটু বেশি ঝুঁকতে হবে। ইমরান বিন হুসাইন রা. থেকে বর্ণিত তিনি বলেন-

كَانَتْ بِي بَوَاسِيرُ، فَسَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الصَّلاَةِ، فَقَالَ: صَلِّ قَائِمًا، فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَقَاعِدًا، فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَعَلَى جَنْبٍ.

আমি অর্শরোগে ভুগছিলাম। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে নামায পড়ব- এব্যাপারে জিজ্ঞাসা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাঁড়িয়ে নামায পড়, না পারলে বসে নামায পড়। তাও না পারলে কাত হয়ে শুয়ে নামায পড়। (সহীহ বুখারী, হাদীস ১১১৭)

-কিতাবুল আছল ১/১৮৭; তুহফাতুল ফুকাহা ১/১৮৯ আলহাবিল কুদসী ১/২২৫; তাবয়ীনুল হাকায়েক ১/৪৮৭; ফাতহুল কাদীর ১/৪৫৭; আদ্দুররুল মুখতার ২/৯৫

Read more Question/Answer of this issue