Jamudal Ula 1444 || December 2022

মাহমূদ হাসান - ঢাকা

৬০০৩. Question

মাঝে মাঝে একাকী নামায পড়ার সময় আমার উপর সাহু সিজদা ওয়াজিব হয়। কিন্তু ভুলে সাহু সিজদা না করেই সালাম ফিরিয়ে ফেলি। এক্ষেত্রে আমার করণীয় কী?

Answer

সাহু সিজদা ওয়াজিব হওয়ার পর আদায় না করে ভুলে সালাম ফিরিয়ে ফেললে তখন যদি নামায পরিপন্থী অন্য কোনো কাজ (যেমন কথা বলা, মসজিদ থেকে বের হয়ে যাওয়া ইত্যাদি) না করে থাকে, তাহলে স্মরণ হওয়ামাত্র সাহু সিজদা আদায় করে নেবে। এ অবস্থায় সাহু সিজদা করে নিলেও নামায সহীহ হয়ে যাবে। ইবরাহীম নাখায়ী রাহ. বলেন-

هُمَا عَلَيْهِ حَتَّى يَخْرُجَ، أَوْ يَتَكَلَّمَ.

অর্থাৎ সাহু সিজদা করে নেবে, যতক্ষণ মসজিদ থেকে বের না হয় এবং কথা না বলে। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ৪৫১৪)

কিন্তু যদি সালামের পর নামায ভঙ্গ হওয়ার মত কোনো কাজ করে ফেলে, সেক্ষেত্রে সাহু সিজদা আদায়ের সুযোগ থাকবে না। তখন ঐ নামায পুনরায় পড়ে  নিতে হবে।

-কিতাবুল আছল ১/২০০; শরহু মুখতাসারিত তহাবী, ইসবিজাবী ১/৩৫২; খুলাসাতুল ফাতাওয়া ১/১৭৯; আযযিয়াউল মানবী ২/৩৮৩; শরহুল মুনইয়া, পৃ. ৪৬৪; আদ্দুররুল মুখতার ২/৯১

Read more Question/Answer of this issue