Jamudal Ula 1444 || December 2022

মুযাক্কির হুসাইন - নেত্রকোণা

৬০০১. Question

আমি একজন মুআযযিন। সবসময় ওযুসহ আযান দেওয়ার চেষ্টা করি। তবে  কোনো দিন ফজরের সময় ঘুম থেকে উঠতে দেরী হয়ে গেলে ওযু ছাড়াই আযান দিয়ে দেই। আমি জানতে চাচ্ছি, ওযু ছাড়া আযান দিলে কি কোনো অসুবিধা আছে?

Answer

ওযুসহ আযান দেওয়া উত্তম। হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন-

لَا يُنَادِي بِالصَّلَاةِ إِلَّا مُتَوَضِّئٌ.

ওযুকারী ব্যক্তিই যেন আযান দেয়। (জামে তিরমিযী, বর্ণনা ২০১)

তাবেয়ী আতা রাহ. থেকে বর্ণিত-

عن عطاء، أَنَّهُ كَرِهَ أَنْ يُؤَذِّنَ الرَّجُلُ، وَهُوَ عَلَى غَيْرِ وُضُوءٍ.

তিনি ওযু ছাড়া আযান দেওয়াকে অপছন্দ করতেন। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ২২০৯)

অবশ্য ওযু ছাড়া আযান দিলেও আযান হয়ে যাবে; ওযু করে পুনরায় আযান দিতে হবে না। ইবরাহীম নাখায়ী রাহ. বলেন-

لاَ بَأْسَ أَنْ يُؤَذِّنَ عَلَى غَيْرِ وُضُوءٍ.

ওযু ছাড়া আযান দিতে অসুবিধা নেই। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ২২০২)

-কিতাবুল আছল ১/১১০; আলমাবসূত, সারাখসী ১/১৩১; শরহুল জামিইস সাগীর, সাদরুশ শহীদ পৃ. ১৪২; ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ৮; আলগায়া শরহুল হেদায়াহ, সারুজী ২/২৪২; আদ্দুররুল মুখতার ১/৩৯২

Read more Question/Answer of this issue