মুহাম্মাদ আয়মান - কক্সবাজার
৬০০০. Question
আমার বাসা থেকে মসজিদ কাছে হওয়ায় ইমামের কেরাত স্পষ্টভাবে শোনা যায়। একদিন ওযরের কারণে ঘরেই নামায পড়ি। তারপর বসে বসে ইমামের কেরাত শুনছিলাম। কিছুক্ষণ পর একটি সিজদার আয়াতও শুনতে পাই। প্রশ্ন হল, সিজদার আয়াত শোনার দ্বারা আমার ওপর কি সিজদায়ে তিলাওয়াত ওয়াজিব হয়েছে?
Answer
হাঁ, আপনার ওপরও সিজদায়ে তিলাওয়াত ওয়াজিব হয়েছে। কেননা ইমামের তিলাওয়াতকৃত সিজদার আয়াত বাইরের কেউ শুনলে তার ওপরও সিজদায়ে তিলাওয়াত ওয়াজিব হয়।
-কিতাবুল আছল ১/২৭৯; খুলাসাতুল ফাতাওয়া ১/১৮৫; আলহাবিল কুদসী ১/২৩৩; তাবয়ীনুল হাকায়েক ১/৫০২; আলজাওহারাতুন নায়্যিরা ১/১০৬; আদ্দুররুল মুখতার ২/১১০