Jamudal Ula 1444 || December 2022

আয়মান হাফিজ - নেত্রকোণা

৫৯৯৬. Question

কিছুদিন আগে গরু জবাই করার সময় আমার সাদা পাঞ্জাবীর হাতা রক্তে ভিজে যায়। নামাযের সময় কাছাকাছি হলে আমি হাতার ঐ অংশটি পানি দিয়ে ভালোভাবে ধৌত করি। বারবার ধোয়ার পরও সেখান থেকে রক্তের দাগ দূর হয়নি। এর মধ্যেই নামাযের ইকামত শুরু হয়ে যায়। তাই আমি এভাবেই জামাতে শারীক হই। আমার উক্ত পাঞ্জাবী কি পবিত্র হয়েছে? সে পাঞ্জাবী পরে আদায়কৃত নামায কি সহীহ হয়েছে?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে ভালোভাবে ধোয়ার পরও যেহেতু রক্তের দাগ ওঠেনি তাই উক্ত পাঞ্জাবী পবিত্র গণ্য হবে। তা পরিধান করে  আদায়কৃত নামায সহীহ হয়েছে। কেননা দৃশ্যমান নাপাকী দূর করার পর তার দাগ যদি সহজে দূর করা না যায় তাহলে এমন দাগ দূর না হলেও কাপড় পবিত্র গণ্য হবে।

-মুসনাদে আহমাদ, হাদীস ৮৯৩৯; আলমাবসূত, সারাখসী ১/৯৩; বাদায়েউস সানায়ে ১/২৪৯; আয্যাখীরাতুল বুরহানিয়া ১/৪৪৯; তাবয়ীনুল হাকায়েক ১/২০৫; আদ্দুররুল মুখতার ১/৩২৯

Read more Question/Answer of this issue