Rabiul Akhir 1444 || November 2022

খন্দকার আব্দুল্লাহ - সিরাজগঞ্জ

৫৮৯০. Question

আমাদের গ্রামের বাজার থেকে ১২০০ টাকা দিয়ে আমি একটি ডিনার সেট ক্রয় করি। দুদিন পর বিক্রেতার সাথে দেখা হলে আমাকে বলল, ভাই আমি তো ভেবেছিলাম পণ্যটির ক্রয়মূল্য ১১৫০ টাকা। কিন্তু পরে ভাউচারে দেখলাম সেটির ক্রয়মূল্য ১২৫০ টাকা। ফলে পণ্যটি ১২০০ টাকায় বিক্রি করে আমার লস হয়ে গেল। আপনি আমাকে অন্তত আর ৫০ টাকা দিন; তাহলে আমার ক্রয়মূল্যটা উসূল হবে। হুজুরের কাছে জানতে চাই, এমতাবস্থায় আমার জন্য কি তাকে ৫০ টাকা দেওয়া জরুরি?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে স্বাভাবিকভাবেই যেহেতু আপনাদের মাঝে উভয়ের সম্মতিতে ক্রয়-বিক্রয় সম্পন্ন হয়েছে এবং আপনার পক্ষ থেকে কোনো প্রকার ধোঁকাও ছিল না। তাই উক্ত বেচা-কেনা সম্পন্ন হয়ে গিয়েছে। বিক্রেতার দাবি অনুযায়ী অতিরিক্ত মূল্য আদায় করা আপনার জন্য আবশ্যক নয়। অবশ্য তার কথা বিশ্বাসযোগ্য হলে তার দাবিকৃত মূল্য দিয়ে দেওয়া উচিত হবে।

-মুসান্নাফে ইবনে আবি শাইবা, বর্ণনা ২৩২৮২; ফাতাওয়া কারিইল হিদায়াহ, পৃ. ১১৮; আলবাহরুর রায়েক ৬/১০২; মাজমূউ রাসাইলি ইবনে আবিদীন ২/৭৯-৮০; শরহুল মাজাল্লাহ, আতাসী ২/৩৩৫-৩৩৬

Read more Question/Answer of this issue