Rabiul Akhir 1444 || November 2022

হাসান - সাতক্ষীরা

৫৮৮৯. Question

আমার ব্যবহৃত পুরাতন অটো রিকশাটি একজনের কাছে ৭০ হাজার টাকায় বিক্রি করি। বিক্রির সময় সে আমাকে ৪০ হাজার টাকা দেয়। বাকি ৩০ হাজার টাকা দুই মাসের মধ্যে দেওয়ার কথা হয়। গাড়িটি কেনার সময় তার এলাকায় বন্যার পানি থাকার কারণে গাড়িটি বুঝে নেওয়ার পর আমার গ্যারেজে রেখে দেয়। কিন্তু এর কয়েক দিনের মধ্যেই ঐ বন্যার কারণে সেও অর্থনৈতিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়। তাই এখন তার নগদ টাকার অনেক প্রয়োজন এবং নির্ধারিত সময়ের মধ্যে সে বাকি ৩০ হাজার টাকা পরিশোধ করতেও সক্ষম নয়। সে আমাকে অনুরোধ করছিল, যেহেতু সে এখনো গাড়িটি চালানো শুরু করেনি তাই আমি যেন বিক্রি-চুক্তি বাতিল করে গাড়িটি ফেরত নিই। কিন্তু আমি রাজি না হওয়াতে সে গাড়িটি যে দামে কিনেছিল তার থেকে ৫ হাজার টাকা কমে আমার কাছে বিক্রি করতে চাচ্ছে।

আমার জানার বিষয় হল, আমি কি ওই ব্যক্তি থেকে গাড়িটি এভাবে পুনরায় ক্রয় করতে পারব?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে অটো রিকশাটির আংশিক মূল্য (৩০ হাজার টাকা) যেহেতু এখনো বাকি আছে তাই বিক্রিত মূল্য (৭০ হাজার টাকা) থেকে কম মূল্যে আপনার জন্য তা ক্রয় করা জায়েয হবে না। ক্রেতা যদি বাকি টাকা পরিশোধ করতে অক্ষম হয় তাহলে আপনি চাইলে ক্রয়-চুক্তিটি বাতিল করে দিতে পারেন। আর বাতিল করতে না চাইলে তাকে মূল্য পরিশোধের সময় বাড়িয়ে দিতে পারেন। সেক্ষেত্রে তার থেকে অতিরিক্ত কিছু নিতে পারবেন না। আর ক্রয়-চুক্তিটি বাতিল করে দিলে তার থেকে গৃহীত পূর্ণ মূল্য ফেরত দিতে হবে। গৃহীত মূল্য থেকে কিছু রেখে দেওয়া জায়েয হবে না। আর ক্রেতার সমস্যার কথা বিবেচনা করে বিক্রয়-চুক্তি বাতিল করা সওয়াবের কাজ। এমন ব্যক্তির ব্যাপারে হাদীস শরীফে অনেক বড় সুসংবাদ এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়সাল্লাম ইরশাদ করেন-

مَنْ أَقَالَ نَادِمًا بَيْعَتَهُ، أَقَالَ اللهُ عَثْرَتَهُ يَوْمَ الْقِيَامَةِ.

যে অনুতপ্ত কোনো ব্যক্তির সাথে কৃত বিক্রয়-চুক্তি বাতিল করবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার ভুল-ত্রুটি ক্ষমা করে দিবেন। (সহীহ ইবনে হিব্বান, হাদীস ৫০৩৬)

-আহকামুল কুরআন, জাস্সাস ১/৪৬৭; বাদায়েউস সানায়ে ৪/৪২৬, ৫৯৪; আলমুহীতুল বুরহানী ৯/৩৮১; তাবয়ীনুল হাকায়েক ৪/৪১৯; ফাতহুল কাদীর ৬/১১৪; রদ্দুল মুহতার ৫/৭৪

Read more Question/Answer of this issue