Rabiul Akhir 1444 || November 2022

নজরুল ইসলাম - জোয়ার সাহারা, ঢাকা

৫৮৮৫. Question

আমার বোনের স্বামী এক মেয়ে রেখে ইন্তেকাল করেন। মেয়ের চাচারা তাকে তার প্রাপ্য মীরাস থেকে বঞ্চিত করলে তারা আলাদা থাকতে শুরু করে। কয়েকদিন আগে তার বিবাহ হয়। সেখানে তার পুরুষ অভিভাবক হিসাবে একমাত্র আমি উপস্থিত ছিলাম। আমি তার থেকে ইযন গ্রহণ করি। কিন্তু যিনি বিবাহ পড়িয়েছেন, তিনি দুজন মাহরাম ইযন আনা আবশ্যক বলে জানান। ফলে আমরা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যাই। এখন আমার প্রশ্ন হল, ইযনের সময় কি দুজন মাহরাম থাকা আবশ্যক?

Answer

কনে থেকে বিবাহের ইযন আনার জন্য একজন প্রাপ্তবয়স্ক লোকের যাওয়াই যথেষ্ট। এক্ষেত্রে দুজন থাকা জরুরি নয়। আর মেয়ের ইযন আনবে তার মাহরাম কোনো পুরুষ। গাইরে মাহরাম পুরুষ যেন ইযন নেওয়ার জন্য মেয়ের সামনে না যায়- এ বিষয়ে সতর্ক থাকতে হবে।

-বাদায়েউস সানায়ে ২/৫২৯; আলবাহরুর রায়েক ৩/৮০; ফাতাওয়া হিন্দিয়া ৩/২০১; রদ্দুল মুহতার ৩/২১

Read more Question/Answer of this issue