আহমাদ - ফেনী
৫৮৮৩. Question
আমার বয়স যখন আট বা দশ বছর তখন আমার পিতা-মাতা আমাকে সাথে নিয়ে হজ্ব করতে যান। আমিও হজ্বের সকল কাজ তাদের সাথে সম্পন্ন করি। এখন আমার বয়স ২৫ বছর। গত বছর আমার পিতা ইন্তেকাল করেন। আমি তার পক্ষ থেকে অনেক সম্পদের মালিক হয়েছি এবং হজ্বের সামর্থ্য রাখি। জানতে চাচ্ছি, এখন কি আমাকে নতুন করে হজ্ব করতে হবে, নাকি আগের হজ্বই যথেষ্ট হবে?
Answer
আপনাকে এখন ফরয হজ্ব আদায় করতে হবে। নাবালেগ অবস্থায় যে হজ্ব করেছেন তা নফল হজ্ব হয়েছে। সুতরাং বালেগ অবস্থায় সম্পদ পাওয়ার পর যে হজ্ব ফরয হয়েছে সেটা নাবালেগ অবস্থার হজ্ব দ্বারা আদায় হয়ে যায়নি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
إِذَا حَجّ الصّبِيّ فَهِيَ لَهُ حَجّةٌ حَتّى يَعْقِلَ، فَإِذَا عَقَلَ فَعَلَيْهِ حَجّةٌ أُخْرَى.
নাবালেগ অবস্থায় যদি কেউ হজ্ব করে তাহলে বালেগ হওয়ার পর সামর্থ্যবান হলে তাকে পুনরায় হজ্ব করতে হবে। (সহীহ ইবনে খুযাইমা, বর্ণনা ৩০৫০)
-শরহু সহীহি মুসলিম, নববী ৮/১৬০; নুখাবুল আফকার ৬/৬১৩; বাদায়েউস সানায়ে ২/২৯৩; ফাতাওয়া খানিয়া ১/২৮১; মুখতারাতুন নাওয়াযিল ১/৪৯০; আদ্দুররুল মুখতার ২/৪৬৬