Rabiul Akhir 1444 || November 2022

মুহাম্মাদ আরিফ জামীল - সাভার, ঢাকা

৫৮৭৯. Question

আমার এক গরীব বন্ধু কিছুদিন আগে ভীষণ অসুস্থ হয়ে পড়ে। এখন আমি আমার যাকাতের কিছু টাকা তাকে দিতে চাচ্ছি। তবে যাকাতের কথা বলে দিলে সে তা গ্রহণ করতে সংকোচ করবে। তাই আমি তাকে যাকাতের টাকা হাদিয়ার কথা বলে দিতে চাই। মুহতারামের কাছে জানার বিষয় হল, উপরোক্ত সূরতে আমার যাকাত আদায় হবে কি?

 

Answer

যাকাতের টাকা হাদিয়া বলে দিলেও আদায় হয়ে যাবে। কেননা যাকাত আদায় হওয়ার জন্য যাকাতের নিয়তে দেওয়াই যথেষ্ট। গ্রহীতাকে যাকাতের কথা বলে দেওয়া জরুরি নয়।

-তাবয়ীনুল হাকায়েক ২/৩৩; ফাতাওয়া তাতারখানিয়া ৩/১৯৭; আলবাহরুর রায়েক ২/২১২; ফাতাওয়া হিন্দিয়া ১/১৭১; আদ্দুররুল মুখতার ২/২৬৮

Read more Question/Answer of this issue