Rabiul Akhir 1444 || November 2022

আব্বাস - বরিশাল

৫৮৭৭. Question

আমার ভাগিনার আর্থিক অবস্থা খারাপ দেখে ছোটখাটো একটা ব্যবসা ধরার জন্য ৭০ হাজার টাকা ঋণ দিয়েছিলাম। তখন ওর সাথে কথা হয়েছিল, তিন বছরের মধ্যে সব টাকা পরিশোধ করে দেবে। কিন্তু কোনো এক কারণে ব্যবসায় লস খেয়ে ঋণ পরিশোধের কোনো সম্ভাবনা না দেখে তাকে মাফ করে দিই এবং তাকে একদিন ডেকে বলি, ঠিক আছে, তোমার ওই ৭০ হাজার টাকা পরিশোধ করতে হবে না। এ নিয়ে কোনো টেনশন করার দরকার নেই।

মুফতী সাহেবের কাছে জানার বিষয় হল, ঋণের পূর্ণ টাকা মাফ করে দেওয়ার পরও কি আমাকে এখন ওই টাকার উপর বিগত তিন বছরের যাকাত আদায় করতে হবে?

Answer

আপনার ভাগিনা যেহেতু দরিদ্র তাই ঋণের পুরো টাকা মাফ করে দেওয়ার কারণে উক্ত টাকার বিগত বছরের যাকাত আদায় করতে হবে না। কেননা, কোনো দরিদ্র ব্যক্তিকে ঋণমুক্ত করে দিলে সেই ঋণের টাকার উপর বিগত বছরের যাকাত অনাদায়ী থাকলে তাও আদায় হয়ে যায়।

-আলমুহীতুল বুরহানী ৩/২০৫; তাবয়ীনুল হাকায়েক ২/৩১; ফাতাওয়া খানিয়া ১/২৬৪; আলবাহরুর রায়েক ২/২১১; ফাতাওয়া হিন্দিয়া ১/১৭১; মাজমাউল আনহুর ১/২৯০

Read more Question/Answer of this issue