মুহাম্মাদ রাসেল - মানিকগঞ্জ
৫৮৭৬. Question
কয়েক মাস আগে আমাদের এলাকার এক লোক ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। লোকটি অনেক সৎ ছিল। পারিবারিক ঝামেলার কারণে আত্মহত্যা করে ফেলে। তারপর এলাকার লোকজন কেউ জানাযা পড়তে রাজি হয়নি। মসজিদের ইমাম সাহেবও তার জানাযা পড়াননি। অবশেষে তার পরিবারের কিছু লোক অন্য একজনকে ইমাম বানিয়ে জানাযা পড়ে দাফন করেন। মুহতারামের কাছে জানার বিষয় হল, আত্মহত্যাকারীর জানাযা পড়া কি নাজায়েয?
Answer
আত্মহত্যা করা হারাম ও কবীরা গুনাহ। তবে কোনো মুসলমান আত্মহত্যা করলে তারও জানাযা পড়তে হবে। ইমরান রাহ. থেকে বর্ণিত, তিনি বলেন-
سَأَلْتُ إبْرَاهِيمَ النّخَعِيّ عَنْ إنْسَانٍ قَتَلَ نَفْسَهُ أَيُصَلّى عَلَيْهِ؟ قَالَ : نَعَمْ، إنّمَا الصَّلاَةُ سُنّةٌ.
আমি ইবরাহীম নাখায়ী রাহ.-কে প্রশ্ন করলাম, আত্মহত্যাকারীর জানাযা কি পড়া হবে?
তিনি বললেন, হাঁ, পড়া হবে, আর এটাই নিয়ম। (মুসান্নাফে ইবনে আবি শাইবা, বর্ণনা ১১৯৯০)
তবে যেহেতু প্রকাশ্যে কবীরা গুনাহের মাধ্যমে মারা গেছে, তাই তার জানাযায় সমাজের গণ্যমান্য ও দ্বীনী বড় ব্যক্তিত্বগণ অংশগ্রহণ করবেন না। যাতে অন্যরা এ থেকে শিক্ষা গ্রহণ করে।
-মুখতাসারু ইখতিলাফিল উলামা ১/৩৯৯; আলমুহীতুল বুরহানী ৩/৮৩; তাবয়ীনুল হাকায়েক ১/৫৯৭; খুলাসাতুল ফাতাওয়া ১/২১৭; ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ১৩২; মারাকিল ফালাহ, পৃ. ৩৩০