Rabiul Akhir 1444 || November 2022

মুহাম্মাদ সায়ীদ - ফরিদপুর

৫৮৭৪. Question

গতকাল এশার নামাযের কেরাতে ইমাম সাহেব সিজদার আয়াত তিলাওয়াত করেন। কিন্তু সিজদায়ে তিলাওয়াত আদায়ের পূর্বেই তিনি নামায ছেড়ে দিয়ে বলেন যে, কোনো কারণে নামায নষ্ট হয়ে গিয়েছে। তাই নতুন করে নামায আবার পড়তে হবে। মুহতারামের কাছে জানার বিষয় হল, এখন কি আমাদেরকে উক্ত সিজদায়ে তিলাওয়াত আদায় করতে হবে?

Answer

হাঁ, প্রশ্নোক্ত ক্ষেত্রে যেহেতু নামাযটি নষ্ট হয়ে গিয়েছে এবং এর আগে সিজদায়ে তিলাওয়াতটি আদায় করা হয়নি তাই উক্ত সিজদায়ে তিলাওয়াত প্রত্যেকে নামাযের বাইরে পৃথকভাবে আদায় করে নেবে।

-আলবাহরুর রায়েক ২/১২২; মাজমাউল আনহুর ১/২৩৪; জামেউর রুমূয ১/২৪২; আননাহরুল ফায়েক ১/৩৪১; আদ্দুররুল মুখতার ২/১১১

Read more Question/Answer of this issue