আহনাফ উবায়েদ - মৌচাক, ঢাকা
৫৮৭৩. Question
কখনো কখনো মসজিদে যোহরের চার রাকাত সুন্নত পড়া অবস্থায় জামাত শুরু হয়ে যায়। এক্ষেত্রে চার রাকাত সুন্নত শেষ করে তারপর জামাতে শরীক হওয়া উচিত, নাকি দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে দ্রুত জামাতে শরীক হওয়া উচিত? জানিয়ে বাধিত করবেন।
Answer
যোহরের পূর্বে চার রাকাত সুন্নত পড়া অবস্থায় জামাত শুরু হয়ে গেলে দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে জামাতে শরীক হয়ে যাবে। তবে যদি দুই রাকাত পড়ে ফেলার পরে তৃতীয় রাকাত শুরু করে দেয় তাহলে চার রাকাত পূর্ণ করে তারপর জামাতে শরীক হবে। আর এক্ষেত্রে ছোট ছোট সূরা দ্বারা দ্রুত নামায সমাপ্ত করবে।
প্রকাশ থাকে যে, জামাতের পূর্বে সুন্নত পড়ার সময় আছে কি না তা দেখে নামাযে দাঁড়ানো উচিত। কেননা জামাতের কাতারে দাঁড়িয়ে কিংবা কাছাকাছি সুন্নত বা নফল পড়াটাও মাকরূহ।
-আলমুহীতুল বুরহানী ২/২৪৫; বাদায়েউস সানায়ে ১/৬৪১; শরহুল মুনইয়া, পৃ. ২৪৩; রদ্দুল মুহতার ২/৫৩; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী, পৃ. ২৪৫