Rabiul Akhir 1444 || November 2022

হুসাইন আহমাদ - মাগুরা

৫৮৭১. Question

আমি দোকানে টাইপের কাজ করি। বিভিন্ন সময় কুরআনের আয়াতও টাইপ করতে হয়। সেদিন টাইপ করার সময় এক ভাই আমাকে বলল, সিজদার আয়াত মুখে উচ্চারণ না করে শুধু টাইপ করলে সিজদা ওয়াজিব হয় না। বিষয়টা আমার কাছে কেমন লাগছে।

তাই জানতে চাই, আসলেই কি সিজদার আয়াত টাইপ করার দ্বারা সিজদায়ে তিলাওয়াত ওয়াজিব হয় না? জানালে উপকৃত হব।

 

Answer

না, সিজদার আয়াত মুখে উচ্চারণ না করে শুধু টাইপ করা বা লেখার দ্বারা সিজদায়ে তিলাওয়াত ওয়াজিব হবে না। কেননা, শুধু লেখার দ্বারা সিজদায়ে তিলাওয়াত ওয়াজিব হয় না।

-ফাতাওয়া খানিয়া ১/১৫৭; আলমুহীতুল বুরহানী ২/৩৬২; খুলাসাতুল ফাতাওয়া ১/১৮৪; ফাতাওয়া হিন্দিয়া ১/১৩৩; রদ্দুল মুহতার ২/১০৯

Read more Question/Answer of this issue