জামালুদ্দীন - বাগেরহাট
৫৮৭০. Question
আমি একজন বাস চালক। বাগেরহাট শহরে আমার বাসা। প্রতিদিন বাগেরহাট থেকে ঢাকা যাত্রী নিয়ে যাই। ওই দিনই আবার বাগেরহাট ফিরে আসি। ঢাকা শহরে আমার কোনো বাসা-বাড়ি নেই। ঢাকাতে অবস্থানের সময়টুকু সাধারণত বাসে এবং বাস কাউন্টার-রুমে বসেই কাটাই। আসর এবং মাগরিবের নামায সাধারণত আমার ঢাকাতেই পড়তে হয়।
হুজুরের কাছে জানার বিষয় হল, ঢাকাতে অবস্থানের এই সময়টুকুতে কি আমার ওপর মুসাফিরের হুকুম প্রযোজ্য হবে? প্রতিদিনই কি আমাকে কসর আদায় করতে হবে?
Answer
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি যেহেতু ঢাকাতে অবস্থানই করেন না, তাই আপনি ঢাকাতে মুসাফির হিসেবে থাকবেন। এক্ষেত্রে চার রাকাতবিশিষ্ট ফরয নামায দুই রাকাত পড়তে হবে। তবে যদি আপনি কোনো মুকীমের পেছনে ইক্তিদা করেন তাহলে আপনাকে তার সাথে পূর্ণ চার রাকাতই আদায় করতে হবে।
-কিতাবুল আছল ১/২৩২; বাদায়েউস সানায়ে ১/২৫৭