রাইয়ান - টেকনাফ
৫৮৬৯. Question
আমার বাড়ি টেকনাফ। এক সপ্তাহের জন্য আমি ময়মনসিংহ আসি। যোহরের নামাযের সময় মসজিদে ইমামের অনুসরণ করে চার রাকাত পড়ছিলাম। কিন্তু দুই রাকাত পড়ার পর আমার ওযু চলে যায়। ভিড়ের কারণে আমি মসজিদ থেকে বের হতে পারিনি। মুহতারামের কাছে জানতে চাই, আমি উক্ত যোহরের নামায কি চার রাকাত পড়ব, নাকি দুই রাকাত? আর কাযা আদায় করলে কী করব?
Answer
প্রশ্নোক্ত ক্ষেত্রে যোহরের নামাযটি একাকী আদায় করলে মুসাফিরের নামায হিসেবে দুই রাকাত কসরই আদায় করতে হবে। কোনো ওজরে ওয়াক্তের মধ্যে পড়া সম্ভব না হলে সেক্ষেত্রেও দুই রাকাতই কাযা করবেন।
-আলমাবসূত, সারাখসী ২/১০৫; খুলাসাতুল ফাতাওয়া ১/২০১; তাবয়ীনুল হাকায়েক ১/৫১৫; ফাতহুল কাদীর ২/১২; ফাতাওয়া হিন্দিয়া ১/১৪২; রদ্দুল মুহতার ২/১৩০