Rabiul Akhir 1444 || November 2022

তালহা সিদ্দিক - মহাখালী, ঢাকা

৫৮৬৮. Question

আমাদের বাড়ি জামালপুর। আমার মামার বাড়ি খুলনা। আমার মামা একজন বড় আলেম। একবার তিনি দুই-তিন দিনের জন্য আমাদের বাড়িতে বেড়াতে আসেন। জুমার দিন আমাদের আবেদনের ফলে তিনি জুমা পড়ান। নামাযের পর একজন আমাকে বললেন, হুজুর তো মুসাফির। আর মুসাফিরের উপর তো জুমা পড়াই ফরয হয় না। তাহলে হুজুরের জুমা পড়ানোটা কি ঠিক হল? মুফতী সাহেবের নিকট জানতে চাই, মুসাফির কি জুমার নামাযে ইমামতি করতে পারে?

Answer

মুসাফিরের উপর জুমার নামায ফরয নয়; কিন্তু তার জন্য জুমা আদায় করা জায়েয এবং জুমার ইমামতি করাও জায়েয। অতএব মুসাফির অবস্থায় আপনার মামার জুমার ইমামতি করা ঠিক হয়েছে এবং সকল মুসল্লীর জুমা সহীহ হয়েছে।

-কিতাবুল আছল ১/২৫৮; আলমাবসূত, সারাখসী ২/৩৪; তাবয়ীনুল হাকায়েক ১/৫৩৩; আলইখতিয়ার ১/২৭৮; শরহুল মুনইয়া, পৃ. ৫৫৭

Read more Question/Answer of this issue