Rabiul Akhir 1444 || November 2022

আতাউল গণী ওসমানী - বগুড়া

৫৮৬৬. Question

আমি এক তালীমে শুনেছি, মাথা মাসেহ করার সুন্নত তরিকা হল, উভয় হাতের কনিষ্ঠা, অনামিকা ও মধ্যমা আঙ্গুল মাথার অগ্রভাগে রেখে পেছন দিক টেনে আনবে এবং শাহাদাত আঙ্গুল, বৃদ্ধাঙ্গুল ও উভয় হাতের তালু আলাদা রাখবে, এরপর উভয় হাতের তালু দ্বারা মাথার দুই পার্শ্ব এবং বৃদ্ধাঙ্গুল দ্বারা কানের পিঠ ও শাহাদাত আঙ্গুল দ্বারা কানের ভেতরের অংশ মাসেহ করবে। এখন মুফতী সাহেবের নিকট জানার বিষয় হল, মাথা মাসেহ করার উক্ত পদ্ধতি সুন্নতসম্মত কি না? জানিয়ে বাধিত করবেন।

 

Answer

প্রশ্নে মাথা মাসেহ করার যে পদ্ধতি বলা হয়েছে তা ঠিক নয়; বরং মাথা মাসেহ করার সুন্নাহসম্মত পদ্ধতি হল, মাসেহের শুরু থেকেই উভয় হাত পুরোপুরি ব্যবহার করবে। হাতের কোনো অংশ পৃথক রাখবে না। আবদুল্লাহ ইবনে যায়েদ রা. থেকে বর্ণিত, তিনি বলেন-

ثُمّ مَسَحَ رَأْسَهُ بِيَدَيْهِ، فَأَقْبَلَ بِهِمَا وَأَدْبَرَ، بَدَأَ بِمُقَدّمِ رَأْسِهِ حَتّى ذَهَبَ بِهِمَا إِلَى قَفَاهُ، ثُمّ رَدّهُمَا إِلَى المَكَانِ الّذِي بَدَأَ مِنْهُ.

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত দ্বারা মাথা মাসেহ করলেন- উভয় হাত সামনে থেকে পেছনে এবং  পেছন থেকে সামনে টেনে নিলেন, মাথার অগ্রভাগ থেকে মাসাহ শুরু করলেন এবং উভয় হাত ঘাড় পর্যন্ত টেনে নিয়ে গেলেন। অতঃপর উভয় হাত পুনরায় পেছন থেকে মাথার অগ্রভাগ পর্যন্ত টেনে নিলেন। (সহীহ বুখারী, বর্ণনা ১৮৫)

-ফাতহুল কাদীর ১/১৭; তাবয়ীনুল হাকায়েক ১/৪০; হালবাতুল মুজাল্লী ১/৬৬; আলবাহরুর রায়েক ১/২৬; ফাতাওয়া হিন্দিয়া ১/৭; রদ্দুল মুহতার ১/১২১; আসসিআয়া ১/১৩২

Read more Question/Answer of this issue