Rabiul Auwal 1444 || October 2022

যুবায়ের হুসাইন - নেত্রকোণা

৫৮৬১. Question

আমরা কয়েকজন ডাক্তার একত্রে প্র্যাকটিস করি। বিভিন্ন ঔষধ কোম্পানি আমাদের ফিজিশিয়ান স্যাম্পল দেয়। আমাদের নীতি হল, আগে থেকে বাজারে আছে এবং নতুন করে অবগতির প্রয়োজন নেই- এমন মেডিসিন আমরা গ্রহণ করি না। কেবলমাত্র নতুন প্রোডাক্টগুলো গ্রহণ করি। কিন্তু অনেক সময় এমন পুরোনো প্রোডাক্ট দেয়, যেগুলোর তেমন বাজারমূল্য নেই। অনেক ক্ষেত্রে কলম, প্যাডের মূল্য এসব মেডিসিন থেকে বেশি হয়ে থাকে। এখন আমাদের প্রশ্ন হল, এমন স্বল্প মূল্যের মেডিসিন আমরা গ্রহণ করতে পারব কি? আরেকটি বিষয় হল, আমাদের উপরোক্ত নীতি কোম্পানিগুলোর প্রতিনিধিগণ অবগত আছে। সাধারণত তারা পুরোনো প্রোডাক্ট আমাদের দেয় না। কিন্তু আমাদের অনেক রোগী এমন আসে, যারা গরীব ও অভাবগ্রস্ত। তাদেরকে ফ্রি বিতরণের জন্য এসব ঔষধ আমরা রাখতে পারব কি?

Answer

যেসব ঔষধ আগে থেকে বাজারে চালু আছে এবং যেগুলোর ব্যাপারে নতুন করে পরিচিতি বা গুণগত মান ও কার্যকারিতা যাচাই করার প্রয়োজন নেই, এমন ফিজিশিয়ান স্যাম্পল স্বল্প মূল্যের বা পুরোনো হলেও তা গ্রহণ করা থেকে বিরত থাকা উচিত। তবে যদি খোদ কোম্পানির যথাযথ কর্তৃপক্ষ গরীব বা কম আয়ের লোকদের বিলির কথা বলে, অথবা ডাক্তারদের বলার পর তারা স্বতঃস্ফূর্তভাবে ঔষধগুলো দেয় তাহলে সেক্ষেত্রে ঐ উদ্দেশ্যে তা গ্রহণ করা যাবে এবং গরীবদের মাঝে বিতরণ করে দিতে হবে।

-আলমাবসূত, সারাখসী ১৬/৮২; মাআলিমুস সুনান ৪/১৬১; ফিকহুন নাওয়াযিল ৩/১১৬

Read more Question/Answer of this issue