হাবিবুল্লাহ - সাভার, ঢাকা
৫৮৬০. Question
আমরা অনেক সময় ঢাকার ভেতর এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য বাসে উঠি। ওঠার কিছুক্ষণের মধ্যে আমাদের থেকে ভাড়া নিয়ে নেয়। কিন্তু আমাদের গন্তব্যে পৌঁছার আগেই গাড়িটিকে আইনি কোনো কারণে পুলিশ আটকে দেয়। অথবা অন্য কোনো কারণে গাড়িটি আর সামনে যায় না। সে সময় আমরা অবশিষ্ট ভাড়া চাইলে তারা আর দিতে চায় না।
জানার বিষয় হল, উপরোক্ত অবস্থায় অবশিষ্ট ভাড়া বাসওয়ালাদের জন্য ফেরত দেওয়া আবশ্যক কি না? ফেরত দিতে গড়িমসি করা কি ঠিক? জানালে কৃতজ্ঞ থাকব।
Answer
যাত্রী থেকে নির্ধারিত স্থানের ভাড়া নেওয়ার পর পথিমধ্যে গাড়ি নষ্ট হয়ে গেলে অথবা অন্য কোনো কারণে যাত্রীদের গন্তব্যস্থলে পৌঁছানো সম্ভব না হলে, যে পরিমাণ স্থান অতিক্রম করেছে, শুধু ততটুকুর ভাড়াই রাখতে পারবে। এক্ষেত্রে বাকি টাকা যাত্রীদেরকে ফেরত দেওয়া বাসওয়ালাদের কর্তব্য। এক্ষেত্রে বাকি টাকা ফেরত দিতে গড়িমসি করা ঠিক নয়।
-আলমাবসূত, সারাখসী ১৫/১৭৭; আলমুহীতুল বুরহানী ১১/২২৩; শরহুল মাজাল্লাহ, আতাসী ২/৬৩৫