হাম্মাদ আবরার - মুক্তাগাছা, মোমেনশাহী
৫৮৫৯. Question
আমাদের এলাকায় পান চাষে বেশ লাভ হয়। তাই আমি এবছর পান চাষ করার ইচ্ছা করেছি। পান চাষের জন্য জমিটা একটু উঁচু হওয়া লাগে। কিন্তু আমার কাছে এরকম কোনো জমি নেই। তবে নিচুতে আমার অনেক জমি আছে। সেগুলোতে আমি ধান চাষ করি। অপরদিকে আমার এক প্রতিবেশীর উঁচুতে একটি জমি আছে। সেখানে সে তেমন কিছু করে না। আমি তাকে বললাম, ‘পাঁচ বছরের জন্য তোমার জমিটা দাও। আমি তাতে পান চাষ করব। বিনিময়ে তুমি আমার এ পরিমাণ জমি নিয়ে ধান চাষ কর।’ সে এ চুক্তিতে রাযি হয়ে যায়।
মুহতারামের কাছে জানার বিষয় হল, আমাদের উক্ত চুক্তি কি শরীয়তসম্মত হয়েছে? জানালে উপকৃত হব।
Answer
প্রশ্নোক্ত চুক্তিটি শরীয়তসম্মত হয়নি। কেননা কোনো জমি চাষাবাদের জন্য নিয়ে বিনিময়ে অন্য জমি চাষাবাদের জন্য দেওয়া বৈধ নয়। তবে এক্ষেত্রে বৈধভাবে চুক্তি করতে চাইলে একে-অপরের জমি টাকার বিনিময়ে ভাড়া নিতে হবে। সুতরাং আপনি তার উঁচু জমি টাকার বিনিময়ে ভাড়া নেবেন এবং আপনার নিচু জমি ঐ ব্যক্তি টাকার বিনিময়ে ভাড়া নেবে। এভাবে একজনের জমি অপরজন টাকার বিনিময়ে ভাড়া নেওয়ার পর উভয়ে চাইলে পরস্পরের পাওনা কাটাকাটি করে নিতে পারবে।
-বাদায়েউস সানায়ে ৪/৪৮; আলমুহীতুল বুরহানী ১১/২১৮; আদ্দুররুল মুখতার ৬/৬২; শরহুল মাজাল্লাহ, আতাসী ২/৫৪১