Rabiul Auwal 1444 || October 2022

আলমগীর হোসেন - রাজশাহী

৫৮৫৪. Question

আমার বাসা এবং এলাকার বাজারের মাঝখানে আমাদের মহল্লার মসজিদ। মসজিদের ভেতর দিয়ে বাজারে গেলে বাসা থেকে বাজারে পৌঁছতে লাগে মাত্র এক-দুই মিনিট। আর রাস্তা দিয়ে গেলে প্রায় পাঁচ সাত মিনিট লেগে যায়। আমি সংক্ষিপ্ততার জন্য সাধারণত মসজিদের ভেতর দিয়ে বাজারে যাই। একদিন মসজিদের খাদেম সাহেব বললেন, মসজিদের ভেতর দিয়ে এভাবে নিয়মিত আসা-যাওয়া করা ঠিক নয়। জানার বিষয় হল, ঐ খাদেমের কথা কি ঠিক? এক্ষেত্রে শরীয়তের মাসআলা কী? জানালে কৃতজ্ঞ থাকব।

Answer

মসজিদ আল্লাহর ঘর, যা ইবাদত-বন্দেগীর জন্য নির্ধারিত। তাই বিশেষ প্রয়োজন ছাড়া মসজিদকে চলাচলের মাধ্যম বানানো (অর্থাৎ পথ বানানো) নাজায়েয। তাই এ থেকে বিরত থাকা জরুরি।

হাদীস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন-

لَا تَتّخِذُوا الْمَسَاجِدَ طُرُقًا إِلّا لِذِكْرٍ أَوْ صَلَاةٍ.

অর্থাৎ তোমরা মসজিদকে চলাচলের রাস্তা বানিও না, তাতে ইবাদত ও নামাযের উদ্দেশে গমন ছাড়া। (আলমুজামুল কাবীর, তবারানী, হাদীস ১৩২১৯, মাজমাউয যাওয়ায়েদ, হাদীস ২০৪২)

-খুলাসাতুল ফাতাওয়া ১/২২৯; আলবাহরুর রায়েক ২/৩৮; ফাতাওয়া হিন্দিয়া ১/১১০; হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ১/২৭৭; রদ্দুল মুহতার ১/৬৫৬

Read more Question/Answer of this issue