মুহাম্মাদ শুভ - জামালপুর
৫৮৫৩. Question
একদিন আমার বড় বোন বাড়ি থেকে পালিয়ে মা-বাবাকে না বলে একটি ছেলের সাথে বিবাহ করে। তারপর শ^শুর বাড়ি চলে যায়। মা-বাবা জানার পর রাগের মাথায় বলে ফেলে, আমি আমার মেয়ের মুখ দেখব না এবং তার সাথে কথা বলব না। যদি কথা বলি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সুপারিশ থেকে আমি বঞ্চিত হব। হুজুরের কাছে আমার আকুল আবেদন, উক্ত বিষয়টি বিবেচনা করে আমার করণীয় জানালে খুব উপকৃত হব।
Answer
মেয়েটি যদিও অত্যন্ত গর্হিত ও নাজায়েয কাজ করেছে; তথাপি রাগ করেও এ ধরনের কথা বলা মারাত্মক অন্যায়। এর জন্য আল্লাহ তাআলার দরবারে তাওবা-ইস্তিগফার করতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের কথা বলা থেকে বিরত থাকবে।
তবে প্রশ্নোক্ত কথাটি বলার দ্বারা কোনো কসম সংঘটিত হয়নি। তাই আপনার বাবা-মা ঐ মেয়ের সাথে কথা বললে কোনো কাফফারা দিতে হবে না।
-আলমুহীতুল বুরহানী ৬/৭৪; খুলাসাতুল ফাতাওয়া ২/১২৮; ফাতহুল কাদীর ৪/৩৬৪; আলবাহরুর রায়েক ৪/২৮৫; ফাতাওয়া হিন্দিয়া ২/৫৩; রদ্দুল মুহতার ৩/৭১৯